এর আগে রোববার সন্ধ্যায় উপজেলার সলিমগঞ্জ পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানান তিনি। এ ঘটনায় রাতেই ওই তরুণের বড় ভাই বাদী হয়ে এসআই মো. মহিম উদ্দিনসহ চারজনের নামসহ অজ্ঞাত পরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা করেন। মৃত মো. আব্দুল্লাহ (২৩) বাঞ্ছারামপুর উপজেলার তেজখালি ইউনিয়নের বাহেরচর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে। এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহ সলিমগঞ্জ অস্থায়ী পুলিশ ক্যাম্পে হেফাজতে ছিলেন বলে দাবি স্বজনদের। মামলার অন্য আসামিরা হলেন- উপজেলার সলিমগঞ্জের বাড়াইলের তবি মিয়া (৩৪), একই গ্রামের আল আমিন (৩২) এবং বাঞ্ছারামপুরের বাহেরচরের আয়নাল হক (৩০)। পুলিশ সুপার এহতেশামুল হক বলেন, এসআই মাহিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিকালে তাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ও স্বজনরা জানান, ১৭ সেপ্টেম্বর উপজেলার সলিমগঞ্জের...