প্রতারণার অভিযোগে ইউনিক ইস্টার্ন লিমিটেডের মালিক মুহা. নূর আলীসহ ১৪ রিক্রুটিং এজেন্সি মালিকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি)। গত রবিবার রাজধানীর গুলশান থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে ৪০ কোটি টাকা প্রতারণার অভিযোগে মামলা করে সিআইডি। সোমবার সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার (এসএসপি) জসিম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুসন্ধানকালে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের অন্যতম নূর আলীসহ সংশ্লিষ্ট ১৪ জনের বিরুদ্ধে ৪০ কোটি ৭১ লাখ ৪০ হাজার ৩৭০ টাকা প্রতারণার প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া গেছে। যা সুষ্পষ্টভাবে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ। মামলায় অন্যান্য আসামিরা হলেন- বিএম ট্রাভেলস লি.এর স্বত্ত্বাধিকারী সফিকুল ইসলাম বাসেক, নাতাসা ওভারসিসের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ নাজিবুর রহমান, বিডি গ্লোবাল বিজনেসের স্বত্ত্বাধিকারী মো. সোলায়মান, ঈশ ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী তাসলিমা আক্তার, এম.ই.এফ গ্লোবাল বাংলাদেশের স্বত্ত্বাধিকারী...