রাজধানীর পল্লবীতে আধিপত্য বিস্তার ও মাদক কারবারকে কেন্দ্র করে একের পর এক সহিংস ঘটনা ঘটে চলেছে। গত কয়েক সপ্তাহে পল্লবীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী হামলা, গুলি ও কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী।বেগুনটিলা বস্তিতে সন্ত্রাসী মাসুম গ্রুপের তাণ্ডব ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে পল্লবী থানাধীন মিরপুর-১২ নম্বর সেকশনের বেগুনটিলা বস্তিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী মাসুম গ্রুপ গুলি চালায়। এ সময় অস্ত্রধারী জীবন, সাহেব আলী, নাদিম ও মাসুম এলাকার দোকান লুটপাট করেন এবং ৬টি আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় অবস্থান নেন। প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, মাসুম ওরফে ভাগ্নে মাসুম বস্তিতে প্রকাশ্যে তিনটি গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেন। এ সময় সন্ত্রাসীরা ৬টি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি প্রদর্শন করে। ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে...