ত্রাসের জাল বিছিয়েছে সন্ত্রাসবাদী মুনির আলম এবং তার দলবল। অন্যদিকে পঙ্কজ সিং, সংযুক্তার মত দুঁদে পুলিশ অফিসারের আপ্রাণ চেষ্টা সন্ত্রাসবাদীদের সমূলে বিনাশ করা। দুর্গাপূজা উপলক্ষে এমন গল্পে ‘রক্তবীজ ২’ বানিয়েছেন পশ্চিমবঙ্গের পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সিনেমায় উঠে এসেছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ভারতের অবস্থান এবং ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের নানা দিক। নন্দিতার কাছে কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজারের প্রশ্ন ছিল, সিনেমাটির বক্তব্য বাংলাদেশ-ভারতের সম্পর্ক উন্নত করবে কি না? নন্দিতা বলেন, “আমরা কিন্তু বিতর্ক তৈরির ভাবনা থেকে এই সিনেমা বানাইনি। এই সিনেমা দুই দেশের মৈত্রী এবং শান্তি ফেরানোর কথাই বলেছে।” কীভাবে সন্ত্রাসবাদ দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির পাশাপাশি সুসম্পর্ক এবং বন্ধুত্ব নষ্ট করে তা তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন নন্দিতা রায়। তিনি বলেন, “আমাদের সিনেমা সব সময়ে ইতিবাচক বার্তা দেয়। সেই জায়গা থেকে...