২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)'এর বিশেষ অভিযানে ১৩ লক্ষাধিক টাকার ভারতীয় মদ, মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে বিজিবি জানায়। ৩৯ বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (২৯সেপ্টেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী মেকেরকান্দা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোরাকারবারীদের আটক করতে ধাওয়া দিলে ও বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাচালানীরা। তল্লাশি চালিয়ে ভারতীয় মদ ১৯ বোতল, ৫ টি মোটরসাইকেল, মোবাইল ফোন ২টি এবং বাংলাদেশী নগদ ৪০ হাজার ৪৩০ টাকা উদ্ধার করে টহল দল। আটককৃত চোরাচালানী মালামালের সিজার মূল্য ১৩ লাখ ১৮ হাজার ৯৩০ টাকা।এ...