গরমের সময় শরীরে ঘাম হওয়া স্বাভাবিক একটি প্রক্রিয়া। তবে অনেকের মুখে স্বাভাবিকের তুলনায় বেশি ঘাম হয়, যা অস্বস্তি তৈরি করে। বিশেষজ্ঞদের মতে, এই অবস্থাকে বলা হয় ফেসিয়াল হাইপারহাইড্রোসিস (Facial Hyperhidrosis)। এটি কেবলমাত্র গরমের কারণে নয়, বরং শারীরিক ও মানসিক নানা কারণেও হতে পারে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, মুখে অতিরিক্ত ঘাম হওয়ার প্রধান কারণগুলো হলো— মেডিকেল চিকিৎসা:গুরুতর ক্ষেত্রে অ্যান্টিপারস্পিরান্ট ক্রিম, ওষুধ কিংবা...