ঢাকা :২০০৩ সালে বলিউডে ব্লকবাস্টার অভিষেক! তার পর এই অসাধারণ অভিনেত্রী নিজের বহুমুখী প্রতিভা প্রদর্শন করে চলচ্চিত্র নির্মাতা এবং দর্শক উভয়েরই মন জয় করে নেন।কিন্তু কেরিয়ারের গ্রাফ যখন ক্রমশই যাচ্ছে উপরের দিকে, ঠিক তখন তিনি অপ্রত্যাশিতভাবে স্পটলাইট থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই অভিনেত্রী আর কেউ নন, রিমি সেন - একসময় বলিউড ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় নায়িকা হিসেবে যাঁর নাম-ডাক ছিল।রিমি সেন ২০০৩ সালের কমেডি সিনেমা 'হাঙ্গামা' দিয়ে তাঁর বলিউড যাত্রা শুরু করেন, ছবিটি বক্স অফিসে বড়সড় হিট হয়, রিমিকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, এই ছবিই চলচ্চিত্র জগতে তাঁকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে। এর সাফল্যের পর তিনি বেশ কয়েকটি উচ্চ বাজেটের ছবিতে অভিনয় করেন।১৯৮১ সালের ২১ সেপ্টেম্বর কলকাতায় শুভমিত্রা সেন নামে যে মেয়ের জন্ম, তাঁকেই রুপোলি পর্দা চিনেছে রিমি সেন নামে।...