২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২ পিএম সরকারি কর্মকর্তা পরিচয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে প্রতারণার অভিনব কৌশল নিয়েছে এক ব্যক্তি। সম্প্রতি সিলেটের জকিগঞ্জ উপজেলার বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসায় ঘটে এ ঘটনা। ভদ্রবেশী ওই ব্যক্তি নিজেকে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর কর্মকর্তা পরিচয় দিয়ে শিক্ষকদের আস্থা অর্জন করেন এবং পরে নকল পণ্য বিক্রি করে দেন। চশমা পরা, পরিচ্ছন্ন পোশাকধারী লোকটি মাদরাসায় প্রবেশ করেই জানান তিনি বিপিসির পক্ষ থেকে "সচেতনতা প্রকল্প" (The Awareness Project) নিয়ে কাজ করছেন। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও প্রতিকার নিয়ে প্রায় ১৫ মিনিটের প্রশিক্ষণ দেন তিনি। কথাবার্তা ও অঙ্গভঙ্গি কিছুটা ক্যানভাসারদের মতো হলেও সরকারি প্রতিষ্ঠানের নাম ব্যবহারের কারণে শিক্ষকরা সন্দেহ তেমন করেননি। পরে তিনি একটি ছোট সিলিন্ডারচালিত চুলা ও গোলাকার চাকতি...