গত কয়েক মাস ধরেই বলিউড অঙ্গন ও সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনার ঝড়—আসছে কি ‘ক্রু’-এর সিক্যুয়েল? কখনও শোনা যাচ্ছে, শুটিং শুরুর প্রহর গোনা হচ্ছে, আবার কখনও খবর ছড়াচ্ছে, নায়িকারা তাদের চরিত্রে ফিরছেন। বিশেষ করে কারিনা কাপুর খান ফের সিক্যুয়েলে অভিনয় করবেন—এই জল্পনা বারবার শিরোনামে উঠে এসেছে। ফলে ‘ক্রু ২’ নিয়মিত আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। অবশেষে নীরবতা ভেঙে মুখ খুললেন প্রযোজক রিয়া কাপুর। অনিল কাপুর ফিল্ম অ্যান্ড কমিউনিকেশন নেটওয়ার্কের (একেএফসিএন) পক্ষ থেকে এক বিবৃতিতে তিনি ‘ক্রু’-এর সাফল্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সিক্যুয়েল নিয়ে গুঞ্জনের ব্যাপারে বক্তব্য রাখেন। তিনি বলেন, “বিশ্বজুড়ে ‘ক্রু’ যে ভালোবাসা, কৌতূহল আর সমালোচনামূলক প্রশংসা পাচ্ছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। অনিল কাপুর ফিল্ম অ্যান্ড কমিউনিকেশন নেটওয়ার্ক-এর পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই কারিনা কাপুর খান, টাবু ও কৃতি স্যাননকে। তাদের...