জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। প্রায় ১৫ বছরের অভিনয় ক্যারিয়ারে অনেক সিনেমায় দেখা গেছে তাকে। রূপের দ্যুতি আর অভিনয় গুণে দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয় ও গান নিয়ে অকপট মন্তব্য করেছেন তমা। নিজেকে এখনো শিক্ষানবিশ বলে মনে করেন এই নায়িকা। অভিনয় জীবন নিয়ে তমা মির্জা বলেন, “আমি এখনো অভিনয় শিখছি। আমার মনে হয় আমি কিছুই পারি না, প্রতিনিয়ত ভুল করছি। আরো ভালো করা উচিত। তো চেষ্টা করছি, দেখা যাক কি হয়।”আরো পড়ুন:অভিনেতা প্রবীর মিত্রকে নিয়ে নতুন উদ্যোগপ্রেক্ষাগৃহে আসছে পপির সিনেমা গানের প্রতি ভালোবাসা প্রকাশ করে তমা মির্জা বলেন, “আমি কিন্তু গান শুনতে অনেক পছন্দ করি। যখনই ফ্রি টাইম পাই, কাজ নেই, তখনই হয় আমি মুভি দেখি না হলে গান শুনি।” গানের শ্রোতা হিসেবে সরস হলেও...