বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজশাহীতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলা কমিটি ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও ভারতের আগ্রাসী নীতি ও ফারাক্কা বাঁধের কারণে দেশের নদীগুলো আজ মারাত্মক সংকটে পড়েছে। খরা মৌসুমে পদ্মা নদী পানিশূন্য হয়ে পড়ে, চরে পরিণত হয় এবং সেচ ব্যবস্থা ভেঙে পড়ে। এতে কৃষি বিপর্যয়ের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। দূষিত পানি ব্যবহারের ফলে নানা রোগ ছড়িয়ে পড়ছে।সমাবেশে অভিযোগ করে তারা বলেন, রাজনৈতিক প্রভাবশালীরা পদ্মা নদীর বিশাল অংশ দখল করে স্থাপনা নির্মাণ করছেন। অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলেও পানি উন্নয়ন বোর্ডসহ প্রশাসন এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে। এরই মধ্যে পদ্মার প্রায়...