মাদারীপুর সদর উপজেলার ছোট দুধখালী গ্রামের ফয়সাল মোড়ল পাকিস্তানে গুলিতে নিহত হয়েছেন। দেশ ছাড়ার সময় তিনি দুবাই যাওয়ার কথা বললেও পরবর্তীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘তেহরিক-ই-তালিবান’-এ যোগ দেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ফয়সালের মৃত্যুর খবর পেয়ে পরিবারে চলছে গভীর শোক। নিহত ফয়সাল মোড়ল আব্দুল আউয়াল মোড়লের ছেলে। তার বাবা পল্লী বিদ্যুৎ অফিসে ইলেক্ট্রিশিয়ান হিসেবে কাজ করেন এবং বড় ভাই আরমান হোসেন ডেলিভারিম্যান। মা চায়না বেগম গৃহিনী। দেশে থাকাকালীন তিনি রাজধানীর জগন্নাথপুরের বিভিন্ন মসজিদের সামনে আতর বিক্রি করতেন। পরিবার ও আত্মীয়স্বজন ফয়সালের পাকিস্তান যাত্রার কথা জানতেন না। পরিবারের তথ্য অনুযায়ী, ফয়সাল ২০২৪ সালের মার্চ মাসে হিজামা সেন্টারে চাকরির জন্য দুবাই যাওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন। তবে কোরবানির ঈদের আগে তার সঙ্গে পরিবারের সর্বশেষ যোগাযোগ হয়, এরপর আর খোঁজ পাওয়া যায়নি। পাকিস্তানের...