ভারত-পাকিস্তানের রোমাঞ্চকর ফাইনাল দিয়ে শেষ হলো এবারের এশিয়া কাপ। সেই ম্যাচে গ্যালারি ও পুরস্কার বিতরণী মঞ্চে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। খেলা শেষে তার সঙ্গে আলাপচারিতায় ভারতীয় কোচ গৌতম গম্ভীর বাংলাদেশের শক্তি-দুর্বলতা নিয়ে স্পষ্ট মতামত দিয়েছেন।বাংলাদেশ এবারের টুর্নামেন্টে সুপার ফোর পর্যন্ত উঠলেও ব্যাটিং নিয়ে প্রশ্ন থেকেই গেছে। সাইফ হাসানের ব্যাট ছাড়া বাকি কেউ ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারেননি। যদিও তাওহীদ হৃদয় লঙ্কানদের বিপক্ষে একটি ফিফটি করেছিলেন, তবে পুরো টুর্নামেন্টে ব্যাটাররা তেমন ভরসা জাগাতে পারেননি। বিপরীতে বোলিং বিভাগ তুলনামূলক শক্ত অবস্থানেই ছিল।গম্ভীর তাই বিসিবি সভাপতির সঙ্গে কথা বলে সরাসরি পরামর্শ দিয়েছেন—বাংলাদেশকে এগোতে হলে ব্যাটিং বিভাগে বিশেষ নজর দিতে হবে। বিষয়টি আমিনুল ইসলাম বুলবুলও মেনে নিয়েছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘একটা ভালো সুযোগ ছিল আমাদের ফাইনাল খেলার, সেই সামর্থ্যও ছিল। কিন্তু...