সরকারের চেয়ে পাচারকারীরা অধিক স্মার্ট বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, তারা অধিক স্মার্ট বলে টাকা পাচার করতে পারে।তারা একই সঙ্গে জিনিয়াস। ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে টাকা জায়গায় পাঠাচ্ছে, কিন্তু সে টাকার গন্তব্য আরও দূরে। মাঝপথে টাকা পাচার চিহ্নিত করা হলে বোঝা যাবে না এ টাকার গন্তব্য কোথায়। সোমবার (২৯ সেপ্টেম্বর) ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি ইন করপোরেট সেক্টর’ বিষয়ক সেমিনার ও ইআরএফ প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, নিরীক্ষকদের ‘ফোর্থ আই‘ হিসাবে ভূমিকা রাখতে হবে। নিরীক্ষকরা সঠিক নিরীক্ষা করলে পাচার রোধে ভূমিকা পালন করতে পারেন। তিনি বলেন, আমাদের ভালো কাজের জন্য প্রশংসা করার পাশাপাশি ত্রুটিগুলোর সমালোচনা করবেন, যাতে অধিক ভালো নিশ্চিত করা যায়।...