বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনয়ের পাশাপাশি শারীরিক ফিটনেস নিয়েও সচেতন থাকেন। আর স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য পরিচিত এ তারকাকে নতুন এক খেলায় মজে থাকতে দেখা গেছে। খেলাটির নাম প্যাডেল, যা বিশ্বজুড়ে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। এর মাধ্যমে অভিনেত্রী বুঝিয়ে দিয়েছেন— এ আলোচনা কিংবা আসক্তি নিয়ে কারও কিছু বলার নেই। তিনি নিজের শর্তে জীবনযাপন করে থাকেন। প্যাডেল খেলাটি বর্তমানে দ্রুত জনপ্রিয়তা লাভ করছে। ছোট আকারের কোর্টে কাচ বা জালের দেয়াল ব্যবহার করে খেলোয়াড়রা এ খেলা খেলে থাকেন, যা টেনিসের চেয়েও ভিন্ন অ্যাকশন-প্যাকড। এ নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে বেশ আগ্রহ দেখা গেছে। সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এ ভিডিওটি শেয়ার করেছেন অভিনেত্রী আলিয়া ভাট। সেই ভিডিওতে তাকে টেনিস ও স্কোয়াশের সংমিশ্রণে তৈরি এ নতুন খেলাটি পূর্ণ উদ্যমে উপভোগ করতে দেখা যায়। সেই প্যাডেল খেলার দক্ষতা প্রদর্শন...