২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৯ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৯ পিএম সীমান্তবর্তী রামুর কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজার থেকে মিয়ানমারে পাচারকালে স্কয়ার কোম্পানীর বিপুল ঔষধ-গাড়িসহ ৩ জনকে আটক করে যৌথ বাহিনী। তারা হলেন, মোঃ ছালামত উল্লাহ (২৫) পিতা নুরুল আলম,সাং মৌলভীর কাটা কচ্ছপিয়া রামু কক্সবাজার, তরিকুল ইসলাম (৪৮) পিতা মোঃ ইয়াসিন,সাং ধমরাই ঢাকা, মোঃ রিয়াজুল আলম,(৩৬) পিতা আহিদুল্লাহ সাং সুন্দলপুর কবির হাট নোয়াখালী। এ-সময় সিএনজি চালক শহিদুল্লাহ নামের একজন পলিয়ে যায়। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান চালায় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ও গর্জনিয়া ফাঁড়ী পুলিশ। পুলিশ জানান, তারা গোয়েন্দা সুত্রে খবর পেয়ে রামুর গর্জনিয়া বাজারের পূর্ব পাশে শাহসুজা সড়কের গ্রামীন ব্যাংকের সামনে থেকে তাদের আটক করে।এ সময় তারা দেশের পরিচিত ঔষধ কোম্পানী স্কয়ার ফার্মাসিউটিক্যালস ঔষধ ও পিকআপসহ ১৩ লক্ষ ৫৩...