২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ পিএম ঈশ্বরদী পৌর স্টেডিয়ামের সংস্কার কাজের উদ্বোধন হয়েছে। ঈশ্বরদী পৌরসভার সর্বশেষ বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়নের ব্যক্তিগত উদ্যোগে পৌর স্টেডিয়ামের সংরক্ষার কাজ শুরু হয়েছে। ঈশ্বরদী পৌরবাসী বিশেষ করে ক্রীড়া মোদীদের দীর্ঘদিনের প্রাণের দাবি ঈশ্বরদী পৌর স্টেডিয়ামের সংস্কার। সোমবার (২৯ সেপ্টেম্বর) ঈশ্বরদী পৌর স্টেডিয়ামে মাটি ভরাটের কাজ শুরু হয়। ঈশ্বরদী পৌরসভা নির্বাচনের সর্বশেষ বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম নয়নের ব্যক্তিগত উদ্যোগেই স্টেডিয়ামের কাজ হচ্ছে। ঈশ্বরদী ক্রিকেট একাডেমির কোচ ও ক্রিয়া সংগঠক মারুফ হোসেন বলেন, পরিত্যক্ত স্টেডিয়াম সংস্কারের কারণে নতুন ভাবে খেলা শুরু হবে ভাবতেই পারছিনা। দীর্ঘদিন ধরে এই মাঠে খেলা বন্ধ ছিল। মাঠের কাজ শুরু হওয়াতে আমাদের ক্ষুদে ক্রিকেটাররা আনন্দ বোধ করছেন। এই মাঠটি নতুন...