জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘‘আমরা এমন একটি বাংলাদেশ চাই- যেখানে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য হবে মুখ্য। প্রত্যেকের নিজ ধর্মীয় রীতি মেনে চলার পাশাপাশি অন্য ধর্মের প্রতি সম্মান দেখানো জরুরি। কারণ পারস্পরিক সম্পর্ক যত দৃঢ় হবে, দেশ তত নিরাপদ ও শক্তিশালীভাবে এগিয়ে যাবে।’’ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় মন্দিরগুলোতে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।আরো পড়ুন:আ.লীগের রাজনীতির চ্যাপ্টার ক্লোজ: সারজিসনিউইয়র্কে ডিমকাণ্ড: হার্ড লাইনে এনসিপি, ‘প্রভাব পড়বে রাজনীতিতে’ নিউইয়র্কে ডিমকাণ্ড: হার্ড লাইনে এনসিপি, ‘প্রভাব পড়বে রাজনীতিতে’ সারজিস আলম বলেন, ‘‘আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উদযাপন করছেন। তাদের খোঁজখবর নেওয়া, শুভেচ্ছা জানানো এবং যৌক্তিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য...