আহান পান্ডে। যশরাজ ফিল্মসের ব্যানারে মোহিত সূরির পরিচালনায় নির্মিত ‘সাইয়ারা’ ছবির মাধ্যমে তিনি বড় পর্দায় অভিষেক করেন। আদিত্য চোপড়া উপস্থাপিত আর আকশায় বিদানি প্রযোজিত এ সিনেমা ভারতের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা প্রেমের ছবিতে পরিণত হয়। একই সঙ্গে আহান পান্ডে ও নায়িকা আনীত পাড্ডাকে প্রতিষ্ঠিত করে নতুন প্রজন্মের ভরসাযোগ্য তারকা হিসেবে। ‘সাইয়ারা’র মুক্তির পর থেকেই দর্শক, ভক্ত আর চলচ্চিত্র অঙ্গন আহান পান্ডেকে নিয়ে কৌতুহলী। জানা গেল, আদিত্য চোপড়ার প্রযোজনায় তিনি সই করেছেন দ্বিতীয় ছবিতে। আর সেটি পরিচালনা করবেন সালমান খানের ‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’খ্যাত নির্মাতা আলি আব্বাস জাফর। এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আলি আব্বাস জাফর এবার একটি অ্যাকশন-রোমান্স নির্মাণ করছেন। তিনি সবসময়ই নাটকীয় গল্প বলার জন্য প্রশংসিত হয়েছেন। অ্যাকশন ছবিতেও যেমনটা দেখা গেছে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে। এবার...