একটি দল ধর্মের ভিত্তিতে বিভাজন ও অনৈক্য সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার রাতে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা দেখছি একটি দল ধর্মের ভিত্তিতে রাষ্ট্রকে বিভাজন করতে চায়, অনৈক্য সৃষ্টি করতে চায়। আমরা সকলের সমন্বয়ে ঐক্যবদ্ধ রাজনীতি করি। আমরা বিভাজনের রাজনীতি চাই না। আমরা ধর্মকে কেন্দ্র করে বিভাজনের রাজনীতি করি না। আমরা যেন সম্প্রদায়ের পরিচয় না দিই, আমরা সবাই এ দেশের নাগরিক।’ সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘আমরা যুদ্ধ করেছি একটা সুষ্ঠু ভোটের জন্য। কিন্তু খেয়াল করলাম যেই ভোটের...