বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের শর্ত ফের পূরণ করেছে বাংলাদেশ। সেপ্টেম্বর পর্যন্ত দেশের নিট রিজার্ভ প্রায় ২০ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আইএমএফের নির্ধারিত ১৮ দশমিক ৬৫ বিলিয়ন ডলারের চেয়ে বেশি। এছাড়া, আগামী ডিসেম্বরের শেষে ১৯ দশমিক ৯০ বিলিয়ন ডলার শর্তও পূরণ হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জানায়, মূলত সরকারের নেওয়া বিভিন্ন ইতিবাচক পদক্ষেপে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এ ছাড়া দেড় মাসে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ১ দশমিক ৭ বিলিয়ন ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক, যা...