নীলফামারীর পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেছেন সাবেক সংসদ সদস্য, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। সোমবার বিকেলে জেলা শহরের কালিমন্দির ও মিলন পল্লী দুর্গামন্দির থেকে আনুষ্ঠানিকভাবে পরিদর্শন শুরু করেন তিনি। এ সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ঐক্যফ্রন্টের আহ্বায়ক প্রবীর গুহ মিন্টু, কালি মন্দিরের সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা, সহ-সভাপতি অলোকেশ ভৌমিক ঝন্টু এবং সদস্য সুমন চক্রবর্তী ফুলেল শুভেচ্ছা জানান তুহিনকে। এসময় প্রধান অতিথির বক্তব্যে তুহিন বলেন, “বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। পূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সার্বজনীন আনন্দ-উৎসব। আমরা সবাই মিলে এই উৎসবকে সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করব। সাম্প্রদায়িক সম্প্রীতি নীলফামারীর গর্ব, এই ঐতিহ্য ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” পূজা মণ্ডপ পরিদর্শনে তুহিনের সহধর্মিণী তামান্না ইয়াসমিন,...