আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী চূড়ান্তের শেষ পর্যায়ে পৌঁছেছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে এখন আসনভিত্তিক প্রার্থীদের তালিকা রয়েছে। অক্টোবরের মধ্যেই তিনি এটি স্থায়ী কমিটির বৈঠকে উপস্থাপন করবেন। দলীয় সূত্রে জানা গেছে, ২৪ ও ২৫ সেপ্টেম্বর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে টানা দুই দিন ধরে সিরাজগঞ্জ, জয়পুরহাট, রাজশাহী, পাবনা, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা ও ময়মনসিংহ জেলার প্রার্থীদের সাক্ষাৎকার নেন স্থায়ী কমিটির সদস্যরা। একই আসনে একাধিক প্রার্থীকে ডেকে মতামত নেওয়া হয় এবং সবাইকে জানানো হয়—চূড়ান্ত প্রার্থী যিনিই হোন, সবাইকে ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করতে হবে। বিএনপি নেতারা বলছেন, আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ, সাংগঠনিক ভূমিকা এবং জনসম্পৃক্ততাকে গুরুত্ব দিয়েই মনোনয়ন চূড়ান্ত করা হবে। একইসঙ্গে আন্দোলনে দীর্ঘদিনের মিত্র দলগুলোর যোগ্য...