সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী, রাজনৈতিক নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিসহ মোট ২৫২ জনকে আসামি করে আশুলিয়ায় দায়ের হওয়া মামলাটি সোমবার গ্রহণ করেছে ঢাকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আদালত। এ মামলায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় হত্যা ও সম্মিলিত অপরাধের অভিযোগ আনা হয়েছে। মামলাটি দায়ের করেছেন মো. রফিকুল ইসলাম (৫৬) নামের এক ব্যক্তি। তিনি আদালতে দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, একটি সংঘবদ্ধ চক্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়েছে। আদালত অভিযোগ শুনে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আগামী ৭ (সাত) কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। পরবর্তী শুনানি হবে ৬ অক্টোবর। আলোচিত এ মামলায় যাদের নাম রয়েছে, তাদের মধ্যে রয়েছেন দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংগঠনের নেতারা। যাদের মধ্যে অন্যতম- শেখ হাসিনা (৭৬) সাবেক প্রধানমন্ত্রী, ওবায়দুল কাদের (৭৪) সাবেক সড়ক পরিবহন...