পৃথিবীর এক নম্বর প্রাণঘাতী অসংক্রামক রোগ হচ্ছে হৃদরোগ। অথচ জীবনধারার পরিবর্তন এবং সচেতনতার মাধ্যমে শতকরা ৮০ ভাগ ক্ষেত্রেই হৃদরোগ এবং স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় যদি এখনই পদক্ষেপ না নেওয়া হয়, তবে আগামী ১০ বছরে হৃদরোগজনিত মৃত্যু আরও বেড়ে যাবে বলেও শঙ্কা প্রকাশ করেছেন বক্তারা। দেশে প্রতি পাঁচজনের একজন মৃত্যুর কারণ হৃদরোগজনিত। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ব হার্ট দিবস ২০২৫ উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত সেমিনারে উপস্থিত হয়ে বক্তারা এসব কথা বলেন। সেমিনারে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, দেশে অসংক্রামক...