পুঁজিবাজার ডেস্ক:দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি জিএসপি ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ পিএলসিতে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানিটিতে নতুন চেয়ারম্যান হিসেবে রাজীব এইচ চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর থেকে তিনি কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০১২ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১৫৭ কোটি ১০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ১৫ কোটি ৭০ লাখ ৬৮ হাজার ৫৮৫। ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ জুলাই, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ১২.০২ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৩৭.৪৭ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে...