এ ঘটনায় আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) নিহতের ভাই শাকিল মিয়া নবীনগর থানায় এক পুলিশ কর্মকর্তাসহ চারজনের নাম উল্লেখসহ পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন- নবীনগর উপজেলার বড়াইল গ্রামে তবি মিয়া, আল আমিন, বাঞ্ছারামপুর উপজেলার বাহের চর গ্রামের আয়নাল হক, সলিমগঞ্জ অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মহিম উদ্দিন। এছাড়া একজন অজ্ঞাত আসামি রয়েছেন। পরিবার ও মামলা সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর নবীনগরের বড়াইল গ্রামে তবি মিয়ার বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর সলিমগঞ্জ বাজারে তবি মিয়া, আল আমিন, ও আয়নাল হকসহ ২০/২৫ জন আব্দুল্লাহকে চোর সন্দেহে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত হয় আব্দুল্লাহ। পরে সলিমগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মহিম উদ্দিনের কাছে তাকে হস্তান্তর করেন। কিন্তু ওই ক্যাম্পের ইনচার্জ পরিবারের কাউকে কিছু...