মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, ক্যাব সাধারণ মানুষের অধিকার সুরক্ষায় নিরলসভাবে সংগ্রাম করছে। মানুষের বৈষম্য দূরীকরণে ২০২৪ সালে ৫ আগস্ট বিপুল পরিমাণ তরুণ ও সাধারণ মানুষ আত্মহুতি দিয়েছে। কিন্তু তাদের সেই আত্মহুতি এখনও পুরোপুরি সফল হয়নি। বৈষম্য ও নানা অনিয়ম এখনো বিদ্যমান। এই অনিয়ম দূরীকরণে ক্যাব যেভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন, সেভাবে সামাজিক সংগঠনগুলোও এগিয়ে আসতে হবে। এ সমস্ত সংগঠনগুলোকে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও সমর্থন দেওয়া হবে। যদি আইনগতভাবে কিছু করা প্রয়োজন হয়, সেটাও করা হবে। সোমবার নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিভাগে ক্যাবের ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম শক্তিশালীকরণ বিষয়ে ক্যাব নেতৃবৃন্দের বিভাগীয় মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের...