পত্নীতলায় কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের আওতাধীন সমাজ পরিচালিত স্থায়ীত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী (সিএমএলআরপি-২) প্রকল্প কর্তৃক গ্রাম্য জনগণের ভূমি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচারাভিযান ও সরকারি ভূমি অফিসের সহিত অ্যাডভোকেসী ও সম্পর্ক জোরদারকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন প্রাঙ্গনে উপজেলার আকবরপুর, কৃষ্ণপুর ও পত্নীতলা ইউনিয়নের ২০টি গ্রামের ভূমি সমস্যায় জড়িত ৫০ জন জনগণ সভায় অংশগ্রহন করেন। কারিতাস রাজশাহী অঞ্চলের কর্মসূচী কর্মকর্তা একরামুল হকের সভাপতিত্বে সভায় জমির ভূমি উন্নয়ন কর ও জমি নামজারি বর্তমানে কিভাবে সহজে করা যায় সেই বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদানের আশ্বাস দেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত জনগণের মধ্যে ৫ জনের দলিল, খতিয়ান সহ সকল কাগজপত্র সরাসরি দেখে জনগণকে উদ্ভুত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পরামর্শ রেখেছেন। সভায় অন্যান্যের মধ্যে...