পদত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক অলিক মৃ। খাগড়াছড়ির সহিংসতায় দল নীরব থাকায় এবং কেন্দ্রীয় নেতা আবদুল হান্নান মাসউদের ‘মিথ্যাচারের প্রতিবাদে’ তিনি পদত্যাগের ঘোষণা দেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে পদত্যাগের কথা বলেন অলিক। ফেসবুক পোস্টে তিনি জানান, খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর হামলা, তাদের বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং তিনজনকে হত্যার ঘটনায় পার্টির নীরবতা ও নেতা হান্নান মাসউদের মিথ্যাচারের প্রতিবাদে তিনি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদ থেকে পদত্যাগ করে পার্টির ই-মেইল এবং দপ্তরে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। পোস্টের শেষ দিকে তিনি এনসিপির জন্য শুভ কামনাও জানান। এক কিশোরীকে ধর্ষণে জড়িতদের গ্রেপ্তারে ডাকা অবরোধকে কেন্দ্র করে খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলা কয়েকদিন ধরে উত্তপ্ত। এমনকি রোববার (২৮ সেপ্টেম্বর) সেখানে প্রাণঘাতী...