থাইল্যান্ডের প্রভাবশালী সাবেক প্রধানমন্ত্রী থাকসিন শিনাওয়াত্রা কারাদণ্ড কমানোর জন্য রাজার কাছে ক্ষমা চেয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) তার আইনজীবী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজকীয় ক্ষমার আবেদন জমা দেওয়া হয়েছে। এটি প্রতিটি বন্দির অধিকার। তবে আবেদনের সময়সীমা জানাননি তিনি। থাকসিন থাইল্যান্ডের অন্যতম বিতর্কিত রাজনীতিবিদ। গত দুই দশক ধরে তিনি রাজতন্ত্রপন্থী ও সেনা-সমর্থিত গোষ্ঠীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে আছেন। এই ধনকুবের টেলিকম ব্যবসায়ী বর্তমানে ব্যাংককের একটি কারাগারে রয়েছেন। থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট চলতি মাসে রায় দিয়েছে, ২০২৩ সালে থাকসিনের সাজা ভোগের পদ্ধতি বেআইনি ছিল। আদালত বলেছে, কারাগারের সেলে না থেকে হাসপাতালের বিশেষ কক্ষে তার থাকা আইনসম্মত নয়। থাকসিন ২০০১ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন। ২০০৫ সালে তিনি পুনর্নির্বাচিত হন। তবে দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার আগেই এক সেনা অভ্যুত্থানে তার সরকারের পতন হয়। এরপর...