প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠক শেষে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘‘যুক্তরাজ্য বাংলাদেশে আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ দেখতে চায়।’’ তবে ‘অন্তর্ভুক্তিমূলক নির্বাচন’ নিয়ে অতীতে তাদের যে অবস্থান ছিল, সেই প্রসঙ্গ এবার আর তোলেননি সারাহ কুক। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন সারাহ কুক। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।আরো পড়ুন:সংসদ নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউপাহাড়ে আবারও পুরাতন খেলা শুরু হয়েছে: মেজর হাফিজ হাইকমিশনার সারাহ কুক বলেন, ‘‘সিইসির সঙ্গে খুব ভালো বৈঠক হয়েছে।...