বিশেষ করে নারী ভক্তদের নজরে আসার পর থেকে, অনেকেই নিজের টাইমলাইনে মনের ক্ষোভ আর হতাশা প্রকাশ করে নানারূপ মন্তব্য করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি রীতিমতো ভাইরাল। এক নেটিজেন লিখেছেন, ‘আমিও এমন সরি ডিজার্ভ করি’।আরেকজন লিখেছেন, ‘আমার এমন করে সরি বলার মতো কেউ নেই কেন ভাই?’ আরেক ভক্ত তো মনের দুঃখ প্রকাশ করে লেখেন, ‘আমরা রাগ করলে উল্টা ব্লক কইরা রাইখা দেয়।’প্রাক্তন স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের সাঙ্গে বিচ্ছেদের পর গায়ক শেখ সাদীর সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখরিত হয় সিনেদুনিয়া। তবে এখনো এ খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি। সিঙ্গেল মাদার হিসেবে নিজের ছেলে রাজ্য ও পালিত কন্যাকে নিয়ে বেশ আনন্দেই সময় কাটছে পরীর। সিনেমার বাইরে নানান ব্র্যান্ডের ফটোশুট এবং অ্যাওয়ার্ড শো-সহ নানারূপ কর্মকাণ্ড সামাজিক মাধ্যমে প্রকাশ করে ব্যস্ত পরী।এদিকে ফেসবুকে প্রকাশ করা ছবিটি...