লালপুর উপজেলায় এমন অনেক খাল রয়েছে, যা দীর্ঘদিন খনন না করায় দখল-দূষণে মরতে বসেছে। ওই খালগুলো পুনরুজ্জীবিত না করে ‘পুনঃখনন’ করা হয়েছে নর্থ বেঙ্গল সুগার মিলের জায়গায়। অথচ কাগজ-কলমে সেখানে খালের অস্তিত্বই নেই। সুগার মিল কর্তৃপক্ষ ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সরকারি অর্থ হরিলুট করতেই এ প্রকল্প বাস্তবায়ন করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের খামারের নিজস্ব জমিতে ৬২ লাখ টাকা বরাদ্দে ১৪টি পৃথক খাল পুনঃখনন প্রকল্প হাতে নেওয়া হয়। সম্প্রতি খনন প্রকল্প বাস্তবায়ন করে অর্থও উত্তোলন করা হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। সরেজমিন নরেন্দ্রপুর ও গোবিন্দপুর কৃষির খামার খাল পুনর্খনন প্রকল্পে দেখা যায়, সুগার মিলের নিজস্ব জমিতে মাটি কেটে তৈরি করা হয়েছে খাল। সিএস এবং আরএস রেকর্ড পর্যালোচনা করে দেখা যায়, এখানে কখনও...