রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে জুম্ম ছাত্র জনতার নামে একটি গ্রুপ ফেসবুকে সোমবার থেকে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের অবরোধ ডাক দেয়। এর আগেও তারা সামাজিক মাধ্যমে অবরোধের ডাক দিয়ে প্রত্যাহার করে নেয়। তাই এই বিবৃতি নিয়ে তিন পার্বত্য জেলায় মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তবে জুম্ম ছাত্র জনতার নামে কারা অবরোধ ডেকেছে এই নিয়ে প্রশাসন জোর তৎপরতা চালাচ্ছে। এদিকে আজ সকালে এইসব গুজবে যাতে রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক বিভেদ বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য রাঙ্গামাটিতে সেনাবাহিনীর পক্ষ থেকে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে মাইকিং করে এলাকাবাসীকে গুজবে কান না দিতে এবং উষ্কানিমূলক কর্মকান্ডে না জড়াতে আহবান জানিয়েছেন। এছাড়া যে কোন অপ্রীতিকর পরিস্থিতি হতে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন। এই বিষয়ে আমাদের সকলকে সর্বদা সচেতন থাকতে...