২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১১ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৩ পিএম বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করায় আজ রাজবাড়ী ও সুনামগঞ্জ জেলায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক দুইটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার দায়ে মোট তিনটি মামলা দায়ের করা হয় এবং সাত হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ৬৮ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি বাজার, সুপারশপ ও বিভিন্ন দোকান মালিক এবং সাধারণ জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ ও সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়। একই দিনে ঢাকার কল্যাণপুর এলাকায় যানবাহন কর্তৃক মানমাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে চারটি মামলায় মোট চৌদ্দ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকটি পরিবহনের চালককে সতর্ক করা হয়।...