বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক নুরুল কবির বলেছেন, মুক্তিযুদ্ধকালে গণহত্যায় সহযোগী জামায়াতে ইসলামী যদি আশা করে যে তাদের প্রশংসা করতে হবে বা ইতিবাচকভাবে মূল্যায়ন করতে হবে, তবে সেটি অন্যায় প্রত্যাশা। অথচ তারা এখনো নিজেদের অপরাধ বুঝতে চায় না, বরং সমালোচনা করা হলে অশ্লীল ভাষায় গালাগাল দেয়। সম্প্রতি বেসরকারি টেলিভিশনের জনপ্রিয় আলোচনা অনুষ্ঠান *তৃতীয় মাত্রা*য় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান। নুরুল কবির মনে করেন, ব্যক্তিগত পর্যায়ের বিচারের পাশাপাশি দল হিসেবে জামায়াতের বিচার এখনো হয়নি এবং এটি জরুরি। তার মতে, অতীতের নৃশংস অপরাধ এবং সমাজে তাদের প্রভাব যদি বিচারহীন থেকে যায়, তবে দেশের গণতন্ত্র ও ন্যায়বিচার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, “জামায়াত একটি ভিন্নধর্মী ফ্যাসিবাদী আচরণ বহন করছে। যারা তাদের পছন্দমতো নয়, তাদের গালাগাল...