স্কুল শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় উৎসাহিত করতে বিকাশ ও বিজ্ঞান চিন্তা’র আয়োজনে চট্টগ্রাম ও বরিশালে বিজ্ঞান উৎসবের দুটি আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, রংপুর, রাজশাহীর পর এ দুটি উৎসবে ৯০টি স্কুলের প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের উদ্ভাবনী ও গবেষণাধর্মী বিভিন্ন প্রকল্প প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞানবিষয়ক তথ্যভিত্তিক আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বসহ নানা আয়োজনে উৎসবমুখর ছিল এ আসর। চট্টগ্রামের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও বরিশালের বিএম স্কুলে উৎসবে দুই বিভাগ থেকে শিক্ষার্থীরা প্রায় ১০০টি প্রকল্প প্রদর্শন করে। খুদে বিজ্ঞানীদের প্রদর্শিত নানা উদ্ভাবনী প্রকল্পের মধ্য থেকে সেরা উনিশ প্রকল্পকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি উৎসবে কুইজে অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে প্রতিটি বিভাগে দুই ক্যাটাগরিতে মোট ৪২ বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়। চট্টগ্রাম বিভাগের উৎসবে ছিলেন চট্টগ্রাম...