মালয়েশিয়ার কুয়ালালামপুরে সুকুন অ্যারেনা ইনডোর কমপ্লেক্সে অনুষ্ঠিত এশিয়ান থ্রোবল প্রতিযোগিতা-২০২৫ এ বাংলাদেশের সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব (এসপিএসসি) রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।প্রতিযোগিতায় মালয়েশিয়া, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভারতের পুরুষ ও মহিলা থ্রোবল খেলোয়াড়রা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এবারের আসরে নারী-পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন ভারত।প্রধান অতিথি হিসেব পুরস্কার বিতরণ করেন- এশিয়ান থ্রোবল ফেডারেশনের সভাপতি ড. মুস্তাপা কামাল দাতো (মালয়েশিয়া)। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এশিয়ান থ্রোবল ফেডারেশনের সহসভাপতি ড. লতিফ উদ্দিন (ভারত) ও রেজাউল করীম (বাংলাদেশ)। রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন শ্রীলংকার রমেশ মেহরাজ, ফায়াজ মারুফ ও মালয়েশিয়ার সলেহিন।এদিকে বিশ্ব ক্যাডেট দাবায় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মালিবাগের তিন শিক্ষার্থী আজান মাহমুদ, সাফায়াত কিবরিয়া আজান ও সিদরাতুল মুনতাহা এখন কাজাখস্তান অবস্থান করছেন। চতুর্থ রাউন্ড শেষে আজান মাহমুদ অস্ট্রেলিয়ার বেতিরবেকভকে ও সাফায়াত...