২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ পিএম বগুড়ার শাজাহানপুরে সন্ত্রাস বিরোধী মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা মেহেদী হাসান সুমন (২৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে শাজাহানপুর উপজেলার শাহনগর গ্রামের মৃত মন্তেজার রহমানের ছেলে এবং চোপীনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি। শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, রোববার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে শাহনগর বাজার থেকে মেহেদী হাসান সুমন কে গ্রেফতার করা হয়। সম্প্রতি খরনা ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় পাকা রাস্তার উপর ঝটিকা মিছিল বের করাসহ রাষ্ট্র বিরোধী কর্মকান্ডের পরিকল্পনার সাথে জড়িত সন্দেহে তাকে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এই মামলা ছাড়াও সুমনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা রয়েছে। শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে রাতভর বিজিবির অভিযানে মদসহ ৫...