ভারত–পাকিস্তান ম্যাচ মানেই মাঠের লড়াইয়ের বাইরেও আলোচনার ঝড়। এবারের এশিয়া কাপ ফাইনালের পরও তাই হয়েছে। করমর্দন এড়িয়ে যাওয়া, ফারহানের একে-৪৭ ভঙ্গিমায় উদ্যাপন কিংবা হারিস রউফের বিমান ধসের মতো সেলিব্রেশন—এসবের বাইরে সবচেয়ে বড় আলোচনায় এসেছে ট্রফি প্রদান ঘিরে ঘটনা। রোববার দুবাইয়ে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জেতে ভারত। কিন্তু পুরস্কার বিতরণী মঞ্চে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। এতে ক্ষুব্ধ হয়ে নাকভি ট্রফি হাতে নিয়ে স্টেডিয়াম ছেড়ে চলে যান। দর্শকরা তখন দুয়ো আর স্লোগানে মেতে ওঠেন। ১৯৭৮ সালে লাহোরে জন্ম নেওয়া মহসিন নাকভি সাংবাদিকতা থেকে রাজনীতি, আর এখন ক্রিকেট প্রশাসন—সব জায়গায়ই নিজের অবস্থান শক্ত করেছেন। শিক্ষা:লাহোরের গভর্নমেন্ট কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের...