গ্রাহক মাজহারুল ইসলাম বলেন, নিম্নমানের মিটারের জন্য বিল বেশি আসে, বারবার মিটার পরিবর্তন করলেও তা সমাধান হয়না। আরেক গ্রাহক রুহুল আমিন বলেন, সারাদিন রাত কারেন্ট থাকেনা কিন্তু বিল আসতাছে অনেক বেশি। প্রতিদিন অসংখ্য গ্রাহক বিল বাড়ানোর অভিযোগ নিয়ে অফিসে যাচ্ছেন। অফিসে গিয়ে দেখা যায়, অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা নিজেদের মত করে গ্রাহকদের বুঝাচ্ছেন। এতে বুঝলে ভাল না বুঝলে তাদের কিছু করার নেই বলে বিদায় করে দিচ্ছেন। এ নিয়ে প্রায় প্রতিদিন গ্রাহকের সঙ্গে বাকবিতন্ডায় জড়াচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা। গ্রাহকদের অভিযোগ মনগড়া বিল করে সাধারণ গ্রাহকের লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে। এ ব্যাপারে ধোবাউড়া সাব জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী মিজানুর রহমান বলেন, উৎপাদন কম তাই লোডশেডিং হচ্ছে। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় :...