ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা তমা মির্জা অভিনয়ে নিজের মেধা ও দক্ষতা প্রমাণ করে ইতিমধ্যেই দর্শকের মন জয় করেছেন। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি অকপটভাবে জানালেন, এখনো নিজেকে শিক্ষানবিশই মনে করেন। অভিনয় জীবন নিয়ে তমা মির্জা বলেন, “আমি এখনো অভিনয় শিখছি। আমার মনে হয় আমি কিছুই পারি না, প্রতিনিয়ত ভুল করি। আরও ভালো করার সুযোগ আছে। তাই চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখা যাক কী হয়।” গান শুনতে তীব্র ভালোবাসার কথাও শেয়ার করেছেন এ নায়িকা। তিনি বলেন, “আমার যখন ফ্রি টাইম থাকে, তখন হয় মুভি দেখি নয়তো গান শুনি। রোমান্টিক গানও ভালো লাগে, স্যাড সংও ভালো লাগে, কাওয়ালীও ভালো লাগে। তবে গান গাইতে...