অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত ‘জাতীয় সংসদ নির্বাচনের কোনো বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় দুদু এ কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, জিয়া পরিবার গণতন্ত্রের পক্ষে এবং দেশের স্বাধীনতা রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। আপনারা সেই পরিবারের সঙ্গে আছেন। দেশ পরিচালনার জন্য জনগণের প্রতিনিধিদের নিয়ে একটি সংসদ গঠন করতে হবে। এটি কেবল নির্বাচনের মাধ্যমেই সম্ভব, গণতন্ত্র প্রতিষ্ঠার অন্য কোনো পথ নেই। আমি আশা করি, অন্তর্বর্তী সরকার নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন...