নেত্রকোনার কেন্দুয়ায় উদ্ধারকৃত অজ্ঞাত কঙ্কাল লাশ হিসেবে সামনে রেখে নিখোঁজ যুবদল নেতা রফিকুল ইসলাম শামীমের নামে জানাজা হয়েছে। পুলিশ নিখোঁজ শামীমের লাশ শনাক্তে নিশ্চিত নয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার গণ্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামের আলিয়া মাদ্রাসা মাঠে বেলা ১১টায় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী ও জেলা বিএনপি নেতা দেলোয়ার হোসেন ভূঞা দুলালসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) মনকান্দার বিরান্দরি বিলে উদ্ধার হওয়া গলিত কঙ্কালটি শামীমের এবং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পরিবার ও স্থানীয়রা। এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, জানাজার বিষয়টি অবগত হয়েছি। তবে শামীম কিনা আমরা নিশ্চিত নই। আমরা ডিএনএ টেস্টের জন্য স্যাম্পল পাঠিয়েছি। টেস্টের পর নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও বলেন, সম্পূর্ণ প্রসেসিংয়ের...