ডা. সৈয়দা ফরহাত আক্তার। বয়স ৭০ বছরের কাছাকাছি। একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চান্দগাঁও আবাসিক এলাকার বাসিন্দা। তার অভিযোগ করোনার সময় আর্থিক সংকটে পড়লে ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা তার আবাসিক গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করেন। তিনি ২০২০ সালের ৫ নভেম্বর পুন:সংযোগের জন্য আবেদন করেন। এরপর পরবর্তীতে সার্ভে কার্যক্রম সম্পন্ন হওয়ার পর কেজিডিসিএল বিক্রয়-উত্তর, জোন-২ হতে নথিটি হারিয়ে যায়। এরপর থেকে তিনি কেজিসিডিএলে ঘুরছেন। পরে অবশ্য নথিটি পাওয়া গেলেও পাঁচ বছর পরও তিনি পুনঃসংযোগ পাননি। সোমবার সকালে ষোলশহরের কেজিডিসিএলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে এ অভিযোগ তুলে ধরেন ডা. সৈয়দা ফরহাত আক্তার। কেজিডিসিএলের গ্যাস বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নত গ্রাহক সেবার লক্ষ্যে এ গণশুনানির আয়োজন করে কেজিডিসিএল। গণশুনানিতে সভাপতিত্ব করেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সালাহউদ্দিন। গণশুনানিতে শুধু...