খাগড়াছড়িতে এক মারমা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ‘ধর্ষণ আইন সংস্কার জোট’। সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। গত ২৩ সেপ্টেম্বরের ওই ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জোট। পাশাপাশি ভুক্তভোগী কিশোরী ও তার পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানায়। একই সঙ্গে এ ধরনের সহিংস ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিশেষ আবেদন রাখে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘটনার দিন রাত ৯টার দিকে সদর উপজেলায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণির এক ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। পরে মেয়েটির বাবা স্থানীয় বাসিন্দাদের সাহায্যে খোঁজাখুঁজি করে রাত ১১টার দিকে একটি ফসলের...