ইউক্রেন অবশ্যই ইউরোপীয় ইউনিয়নে যোগ দেবে এবং সেই লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার ওয়ারশ সিকিউরিটি ফোরামে এক ভাষণে তিনি এ কথা বলেন। জেলেনস্কি বলেন, ইউক্রেনকে অবশ্যই ইইউতে যোগ দিতে হবে এবং তা হবেই। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। যা যা প্রয়োজন, সবই করছি। তবে ইউক্রেনের সদস্যপদ প্রক্রিয়া যেন কোনো একটি দেশের অভ্যন্তরীণ রাজনীতির কারণে বিলম্বিত না হয়—এটাই গুরুত্বপূর্ণ। আমাদের অবশ্যই রাশিয়ার ওপর কোনো নির্ভরশীলতা এড়াতে হবে। রাশিয়ার আগ্রাসনের শুরুর পর, অর্থাৎ ফেব্রুয়ারি ২০২২-এ ইউক্রেন ইইউ সদস্যপদের জন্য আবেদন করে। এরপর ডিসেম্বর ২০২৩-এ ইউরোপীয় কাউন্সিল ইউক্রেনের যোগদানের আলোচনার অনুমোদন দেয়। পরে জুন ২০২৪-এ ইউরোপীয় কমিশন ইউক্রেন ও মলদোভার সংস্কার কার্যক্রমকে ইতিবাচক মূল্যায়ন করে। এর ভিত্তিতে ব্রাসেলস আলোচনার কাঠামো অনুমোদন করে। তবে হাঙ্গেরি ও স্লোভাকিয়া...