ভৈরবে আধুনিক কৃষি প্রযুক্তির নতুন মাত্রা যোগ করেছে মালচিং পদ্ধতির চাষাবাদ। অল্প সময়ে অধিক ফলন, উৎপাদন খরচ কমানো এবং আগাছা নিয়ন্ত্রণের সুবিধার কারণে কৃষকদের কাছে এ পদ্ধতি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। স্থানীয় কৃষকদের অভিজ্ঞতা এবং কৃষি কর্মকর্তাদের পরামর্শে বর্তমানে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ পদ্ধতিতে টমেটো, মরিচ, শসাসহ নানা সবজি উৎপাদন করা হচ্ছে। সরেজমিন ঘুরে দেখা যায়, কৃষকরা প্রথমে জমিতে বিশেষ কায়দায় বেড তৈরি করে মালচিং পেপার বিছিয়ে তাতে চারা রোপণ করছেন। পেপারের নিচে সারের মিশ্রণ ব্যবহার করার ফলে তা সহজে নষ্ট হয় না এবং জমিতে আগাছার জন্মও নিয়ন্ত্রণে থাকে। পাশাপাশি, বৃষ্টির পানি জমে না বলে শিকড় পচে যাওয়ার ঝুঁকিও কম থাকে। ফলশ্রুতিতে কৃষকরা অল্প সময়ে ভালো ফলন পাচ্ছেন, যা পূর্বের প্রচলিত চাষাবাদের তুলনায় অনেক বেশি লাভজনক। কালিকাপ্রসাদের আতকাপাড়া গ্রামের...