আর তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও নরসিংদী পৌরসভার সাবেক মেয়র লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত বুবলীকে। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এসব তথ্য জানিয়েছেন। রোববার রাত ১০টার দিকে ঢাকার নিকুঞ্জ এলাকা থেকে ফয়জুর রহমান বাদলকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার এসআই মারুফ হাসান কারাগারে রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ এহসানুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে মিরপুর থেকে গ্রেপ্তারের পর বুবলীকে সোমবার আদালতে তুলে কারাগারে আটক রাখার আবেদন করেন তেজগাঁও থানার এসআই আনোয়ার হোসেন খান। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম মিনহাজুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলায় বাদলের বিরুদ্ধে অভিযোগ, গত বছরের ১৯ জুলাই সায়েন্স...